অগ্রবর্তী সময়ের ককপিট
করোনা আপডেট বিশ্ব সর্বশেষ

বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ জুনে ১.৫ গুণ হ্রাস

বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ জুনে ১.৫ গুণ হ্রাস

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জুন মাসে গত মাসের তুলনায় ১.৫ গুণ হ্রাস পেয়ে ২০২০ সালের অক্টোবর মাসের পর্যায়ে দাঁড়াতে দেখা যায়। রাশিয়ার বার্তা সংস্থা তাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

তাসের পরিসংখ্যান অনুযায়ী, জুনে বিশ্বব্যাপী মোট এক কোটি ১২ লাখ মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়। মে মাসে সংক্রমণের এ সংখ্যা ছিল এক কোটি ৮৪ লাখ। বর্তমানে সারাবিশ্বে আক্রান্ত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ। আর এ সংখ্যা ২০২১ সালের মাসিক হিসাবে সর্বনিম্ন।

এদিকে কোভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এ সংখ্যা ফের চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড হওয়া সর্বোচ্চ সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে। ওই সময় মাত্র এক মাসে বিশ্বব্যাপী চার লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারায় । জুনের মৃত্যু সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ মৃত্যু সংখ্যার একেবারে কাছাকাছি চলে গেছে। এ সময় বিশ্বব্যাপী প্রায় তিন লাখ ৮২ হাজার মানুষ এ ভাইরাসের বলি হয়েছে। মে মাসের তুলনায় মৃতের এ সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সম্পর্কিত খবর

ইসরায়েলে নেতানিয়াহু শাসনের অবসানঃ গঠিত হচ্ছে নাফতালি বেনেতের সরকার

gmtnews

৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল দখলে নেবে তালেবান: আভাস মার্কিন গোয়েন্দাদের

gmtnews

বিশ্ব গণতন্ত্র সূচকে অগ্রগতি দেশে সুশাসনের প্রমাণ: তথ্যমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত