এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার। এরপর সুপার টুয়েলভে গিয়ে পাঁচ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি টাইগাররা।
দলের এমন ভরাডুবির কারণ অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মোহাম্মদ জালাল ইউনুস।
কমিটিকে বাংলাদেশ দলের খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কেন দলটি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি সেটি খতিয়ে দেখা হবে। তবে তদন্ত কমটি কবে নাগাদ তাদের প্রতিবেদন বোর্ডে জমা দেবে, সে বিষয়টি নিশ্চিত করেনি বিসিবি।