অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

তিন ফরম্যাটে সাকিবই অধিনায়ক, জানাল বিসিবি

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপের পরে একদিনও ওয়ানডের নেতৃত্বে থাকবেন না। বিশ্বকাপের পরে ছুটিতে থাকায় তার জায়গায় নাজমুল শান্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন তিনি।

সাকিবের জায়গায় শান্ত ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হবেন কিনা এমন প্রশ্নে বিসিবির পরিচালক ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবকে লম্বা সময়ের কথা চিন্তা করে নেতৃত্বভার দেওয়া হয়েছিল। তিন ফরম্যাটে এখনও সাকিবই দলের অধিনায়ক।

মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘সাকিবকে (ওয়ানডে নেতৃত্বে) পুনর্বিবেচনার বিষয় নেই। সে এখনও আমাদের অধিনায়ক। শান্তকে শুধু দুই সিরিজের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে। সাকিবকে দেওয়া হয়েছে লম্বা সময়ের জন্য। তিন ফরম্যাটে এখনও সে আমাদের অধিনায়ক। সামনে সে অধিনায়ক না থাকার প্রশ্ন ওঠে না।’

ভবিষ্যতে নাজমুল শান্ত জাতীয় দলের নেতৃত্বভার পাওয়ার দৌড়ে আছেন বলেও উল্লেখ করেছেন জালাল ইউনুস। সঙ্গে মিরাজের সম্ভাবনাও দেখেন বিসিবির এই কর্মকর্তা, ‘একটা সময় সাকিব অবশ্যই আর খেলবে না। কোন ফরম্যাট কমিয়েও দিতে পারে। আমাদের হাতে শান্ত-মিরাজ আছে; তারা সম্ভাবনাময়। বোর্ড মনে করে, দেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে তাদের।’

যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যমকে সাকিব জানিয়েছেন, এখন ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে জাতীয় দলের খেলাকে বেশি গুরুত্ব দেবেন তিনি। তার এই মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ইতিবাচক বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। তিনি বলেন, ‘এটা আনন্দের ব্যাপার। আমরা চাই, সব ফরম্যাটে সাকিব দেশের জন্য খেলা চালিয়ে যাক।’

সম্পর্কিত খবর

শেখ হাসিনাকে ‘কোয়ালিশন অব লিডার্স’-এ চায় গ্লোবাল ফান্ড

gmtnews

মিনহাজুল থেকে তামিম: বাংলাদেশের বিশ্বকাপ দল মানেই বিতর্ক

Shopnamoy Pronoy

দেশকে নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে: শেখ হাসিনা

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত