অগ্রবর্তী সময়ের ককপিট
অন্যান্য

তরমুজের বিকল্পঃ রোধ করুন পানি শুন্যতা।

সাত বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশব্যাপী। এই অবস্থায় শরীর ঠাণ্ডা রাখতে প্রয়োজন ঠাণ্ডা খাবার। তবে আমরা পানি যুক্ত খাবার বলতেই মূলত বুঝি তরমুজ শশা ও ডাব। সেই সুযোগ বুঝে বিক্রেতারা দাম হাকছেন বেশি।

তবে আমরা চাইলেই এর বিকল্প অন্যান্য ফলমূল খেতে পারি।

ফলমূল গুলো হলঃ

* পেঁপে (পানির পরিমাণ প্রায় ৯১ শতাংশ)

* আনারস (পানির পরিমাণ প্রায় ৮৭ শতাংশ)

* বাঙ্গি (পানির পরিমাণ প্রায় ৯০ শতাংশ)

* শাকালু বা জিকামা (পানির পরিমাণ প্রায় ৮৫ শতাংশ)

* দই (পানির পরিমাণ প্রায় ৭৫ শতাংশ)

* নারিকেলের ফোঁপড়া (পানির পরিমাণ প্রায় ৯০ শতাংশ)

সম্পর্কিত খবর

অর্থ সঞ্চয় করুন, খাদ্য উৎপাদন করুন: প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন, সামনের কঠিন দিনগুলির সতর্কবার্তা দিয়েছেন

gmtnews

রোজা রাখলে কি হয় আমাদের শরীরে :

gmtnews

করোনায় কমাতে হবে মানসিক চাপ: প্রয়োজন সহানুভূতির

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত