স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চিরঞ্জীব মুজিব’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন।
গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি চলচ্চিত্রটি উদ্বোধন করেন।
এসময় তিনি ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি দেখেন তিনি।
চলচ্চিত্রটি প্রদর্শনকালে স্পিকারের সাথে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ শামসুল হক চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোঃ নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটির প্লট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১৯৪৯ থেকে ১৯৫২ সময়কাল থেকে নেয়া হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামসহ উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।