অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

করোনা ধাক্কা নিয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

করোনা ধাক্কা নিয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তান সফরে আগামীকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে সফরকারী  ওয়েস্ট ইন্ডিজ। তবে  টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। করোনায় আক্রান্ত দলের তিন খেলোয়াড় শেলডন কটরেল, রোস্টন চেজ ও কাইল মায়ার্স।

এমন ধাক্কা নিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় পাকিস্তান।

করাচিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে সফরকারীদের হয়ে  খেলছেন না নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, এভিন লুইস, জেসন হোল্ডার, লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ার। এদের সকলেই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ^কাপের দলে ছিলেন। ইনজুরির কারনে সিরিজ থেকে সরে গেছেন পোলার্ড।

মূল খেলোয়াড়দের সাথে কটরেল-চেজ-মায়ার্সের ছিটকে যাওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশার। তারপরও দলের অন্যান্য খেলোয়াড়দের নিয়ে লড়াই করার ইঙ্গিত দিলেন ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক নিকোলাস পুরান। তিনি বলেন, ‘দলের মূল খেলোয়াড়দের অনেকেই এই সিরিজে নেই। এরমধ্যে তিন খেলোয়াড়ের করোনাভাইরাসের কারনে ছিটকে যাওয়াটা স্বাভাবিকভাবে হতাশার। তারপরও আমরা সিরিজে নিজেদের উজার করে দিবো। পাকিস্তান শক্তিশালী দল। টি-টোয়েন্টি বিশ^কাপে দারুন পারফরমেন্সের পর বাংলাদেশের মাটিতে সিরিজ জিতেছে পাকিস্তান। তাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ঈর্ষনীয়। ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ পাঁচ সিরিজই জিতেছে পাকিস্তান। এছাড়া সাম্প্রতিক সময়ে দারুন ছন্দে রয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ^কাপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে দাপটের সাথে জয় তুলে নেয় বাবর আজমের দল। এরপর বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজও জিতেছে পাকিস্তান।

তাই আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান দল  সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়। দলের অধিনায়ক বাবর আজম বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের রেকর্ড খুবই ভালো। এছাড়া সম্প্রতি দলের খেলোয়াড়রাও দারুন ছন্দে রয়েছে। দল হিসেবে আমরা খুবই ভালো করছি। এটি ধরে রাখতে হবে এবং আরও একটি সিরিজ জিততে হবে।’

এখন পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টিতে ১২টিতে জয় পাকিস্তানের এবং ৩টিতে জয় ওয়েস্ট ইন্ডিজের। ৩টির ম্যাচ পরিত্যক্ত হয়।

সম্পর্কিত খবর

ইউক্রেনকে আরো ১৩০ কোটি মার্কিন ডলার দিল যুক্তরাষ্ট্র

gmtnews

বাঙালি মাথা নিচু করে না ‘জয় বাংলা’ শ্লোগান বিশ্বকে এ বার্তাই দেয়

gmtnews

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহবান শিক্ষামন্ত্রীর

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত